
সোহেল রানাঃ
যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৯লাখ ৮১ হাজার ৬৮৮টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৩ এপ্রিল) যশোর ৪৯বিজিবির টহল দল আন্দুলিয়া, শিকারপুর, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে-ভারতীয় বিদেশি মদ, ফেন্সিডিল,গাঁজা, বাইসাইকেল,ইউরিয়া সার,শাড়ি,কম্বল, কিসমিস, বিভিন্ন ধরনের চকলেট,খাদ্য সামগ্রী,তৈরি পোশাক এবং কসমেটিকস।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের ধারাবাহিকতায় নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।সীমান্তে বিজিবির এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।