Monday, August 18, 2025

বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক লু’ট হওয়া আমদানিকৃত পণ্য উ’দ্ধার গ্রে”ফতা’র-২

Date:

Share post:

সাইবুর রহমান সুমন,শার্শা:

বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক দস্যুতা মামলার লুন্ঠিত মালামাল উদ্ধার, মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১২ এপ্রিল শনিবার ঢাকার সাভার এলাকা থেকে মূলহোতা আসামি মোঃ রনি প্রকাশ মাছুম বিল্লাহ রনি (৩৮) কে গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানার রসুলপুর এলাকা থেকে অপর আসামি শিবলুর রহমান (৩৫) কে গ্ৰেফতার করে পুলিশ।

গ্ৰেফতারকৃত আসামি হলো, মোঃ রনি প্রকাশ মাছুম বিল্লাহ রনি, পিতা- মোঃ হাফিজুল ইসলাম, সাং- আলীপুর, জেলা-সাতক্ষীরা ও শিবলুর রহমান, পিতা- আক্তার আলী, সাং- রাসূলপুর, জেলা- সাতক্ষীরা।

মামলার বাদী মোঃ বুলবুল আহম্মেদ (৫০) জানায়, গত ইং ০৯-০৪-২৫ বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন। তিনি মেসার্স খলিলুর রহমান এন্ড সন্স পোর্ট সিএন্ডএফ এজেন্সির বেনাপোল অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তাদের প্রতিষ্ঠান বিভিন্ন আমদানিকারকদের মালামাল কাস্টম ক্লিয়ারেন্সিং শেষে আমদানিকারকদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ইং ০৯-০৪-২৫ অত্র প্রতিষ্ঠান হতে গাজীপুরের আমদানিকারক লাইলা স্টাইলের ১০৪ রোল কটন ফ্রেব্রিক্স (যার অনুমান মূল্য- ২৫,০৯,৭১৯,৩৪/- টাকা) অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে গাজীপুরে পৌঁছে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করলে বাদী তার পূর্ব পরিচিত রাজিব হাওলাদারের (৩৬) সাথে যোগাযোগ করলে সে উক্ত মালামাল পৌঁছে দিতে রাজি হয় এবং ঘটনার দিন মামলার অপর আসামি ড্রাইভার রনি (৩৮) কে দিয়ে একটি কাভার্ড ভ্যান পাঠায়।

আমি প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মালামাল কাভার্ড ভ্যানে উঠিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

মালামাল নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল কাগজ পুকুর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে অবস্থানরত আসামি রাজিবসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাদের কাভার্ড ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়।

এরপর ড্রাইভার রনি গাড়িতে থাকা ছুরি দিয়ে বাদীকে প্রাণ নাশের ভয় দেখিয়ে চুপচাপ নেমে যেতে বলে, এসময় আসামি রাজিব ও অন্যান্যরা গাড়ির দরজা খুলে বাদীকে চড়থাপ্পড় দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে দেয় এবং হুমকি দিতে থাকে যদি কোন প্রকার চিৎকার করে তবে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে আসামিরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, বাদীর এজাহারের প্রেক্ষিতে ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িত আসামিদের গ্ৰেফতারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই অলক কুমার দে, পিপিএম সহ ডিবি ও থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম গত ৯ এপ্রিল অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকা হতে কাভার্ড ভ্যানটি উদ্ধার পূর্বক জব্দ করে।

পরবর্তীতে গত ১২-০৪-২৫ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার এলাকার একটি কলোনী হতে মামলার ১নং আসামি রনিকে গ্রেফতার করে।এসময় তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানার রসুলপুর এলাকা হতে অপর আসামি শিবলুরকে গ্ৰেফতার করা হয়।

গ্ৰেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানাধীন বিসিক সংলগ্ন বিনোরপোতা এলাকা থেকে ১০০ রোল কটন ফ্রেব্রিক্স উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্ৰেফতারকৃত ও অন্যান্য পলাতক আসামিরা পরস্পর যোগসাজোশ পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত ঘটনা ঘটিয়েছে। তারা পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্ৰেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের সোনাতুন্দী-বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালিত

মোঃ ইমদাদ মগুরা: ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোগ মুক্তি ও আশু সুস্থতা, কামনায় দোয়া...

এক যু’গ ধ’রে মা-মেয়েকে জি’ম্মি ক’রে দে’হ ভো’গ,হা’তিয়ে’ছে ল’ক্ষ ল’ক্ষ টা’কা

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ অনুসন্ধানী প্রতিবেদন: দেশ থেকে গত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে সৈরা শাসক শেখ হাসিনার জাহেলি যুগ হতে মুক্ত হয়েছে...

যশোর মনিরামপুরে হিউম্যান এইড ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও র’ক্তের গ্রুপ নির্ণয়

মণিরামপুর প্রতিনিধিঃ ১৬ই আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৬ টা পর্যন্ত হিউম্যান এইড ফাউন্ডেশনের আয়োজনে মণিরামপুর খাটুয়া...

গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা স্মারক পেলেন মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্

স্টাফ রিপোর্টার: সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর পক্ষ থেকে মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্...