
হলাপ্রু মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই উৎসব উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রা আপার পেরাছড়ায় গিয়ে শেষ হয়।
নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার পরে নেচে-গেয়ে শোভাযাত্রায় যোগ দেন মারমা তরুণ-তরুণীরা। এর আগে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা সহসহ হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।