
এম, ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলমান জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে মীমাংসায় পৌঁছেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে স্থানীয় চাষের মাঠে আইনানুগ সহায়তা এবং এলাকাবাসীর উপস্থিতিতে উভয় পক্ষের জমি আমিন দ্বারা মেপে নির্ধারণ করা হয়।
জানা গেছে, সতীঘাটা কামালপুর গ্রামের সিদ্দিকুর রহমান একই গ্রামের রুস্তম আলীর নিকট থেকে সাড়ে ১৬ শতক জমি ক্রয় করেন। অপরদিকে, মোমিন উদ্দিন তাঁর ছোট ভাই মুনছুর আলীর কাছ থেকে সমপরিমাণ জমি ক্রয় করেন। জমি বিক্রির পর শরিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে জমির মালিকগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রামনগর ইউনিয়ন বিট পুলিশিংয়ের এসআই আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে একটি মীমাংসা সভায় অংশ নেন। সভায় আমিন হালিম ও আনসার আলী খাঁ রুপা ভূমি জরিপ সেন্টার থেকে জমি মেপে দলিল অনুযায়ী যথাক্রমে সিদ্দিকুর রহমান ও মোমিন উদ্দিনকে সাড়ে ১৬ শতক করে জমি লিখিতভাবে বুঝিয়ে দেওয়া হয়।
পরে স্থানীয় গণ্যমান্যদের পরামর্শে উভয় পক্ষ আদালতে চলমান মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। দীর্ঘ দিনের জমি বিরোধ মীমাংসা হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।