
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম সদর উদ্দিন বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিবেশক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক শিপলু জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুম সদর উদ্দিন বিশ্বাসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সদর উদ্দিন বিশ্বাস ছিলেন ব্যবসায়ীদের অভিভাবক। তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট ছিলেন এবং আমৃত্যু ব্যবসায়ী সমাজের পাশে থেকেছেন। নেতৃবৃন্দ তাঁর আদর্শ ও নীতিকে অনুসরণ করে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান শহরের দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
উল্লেখ্য, সদর উদ্দিন বিশ্বাস কালীগঞ্জ মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি এবং ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ গ্রামের মসজিদ ও মাদ্রাসায়ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।