
সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ মুন্সি (৪৫) নামে এক পরিবহন ড্রাইভার নিহত হয়েছেন। তিনি নড়াইল জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন (রেজি: ১২৯৫)-এর সদস্য ছিলেন।
নিহত মোশারফ মুন্সি নড়াইল সদর উপজেলার সাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের বাসিন্দা এবং মৃত শামসুর রহমান মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ এপ্রিল (শনিবার) সকাল ৭টার দিকে মোশারফ মুন্সি নতুন বাস টার্মিনালে যান। সেখানে পূর্ব বিরোধের জেরে ভওয়াখালী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মৃত আছাদ বিশ্বাসের ছেলে ইয়ার আলী বিশ্বাস তার ওপর হামলা চালায়। এ সময় ইয়ার আলী মোশারফের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা মোশারফকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোশারফ মুন্সির মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি জেলা বাস ও মিনিবাস শ্রমিকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ইয়ার আলী বিশ্বাস ও টার্মিনালের নৈশ প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেলে অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।