
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কুমার নদী থেকে সুচিত্রা রানী সরকার (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে খুলনা ডুবুরি দল। প্রায় ১৯ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সারঙ্গদিয়া গ্রামের গরুর হাট সংলগ্ন কুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন সুচিত্রা রানী সরকার। তিনি একই গ্রামের বাসিন্দা নিমাই চন্দ্র সরকারের স্ত্রী।
নিখোঁজের পর প্রথমে স্থানীয়রা এবং পরে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল এসে অভিযান চালায়। টানা ১৯ ঘণ্টার চেষ্টায় তারা বৃদ্ধার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।