
রংপুর নগরীর ১১ নং ওয়ার্ডে কয়েলের আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে এক দিনমজুরের ঘর। ঘরের জিনিসপত্র ও নগদ টাকার পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তাদের ৫টি গরু ও ৪টি ছাগল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রংপুর নগরীর বাসন্তী পাড়ার এক দিনমজুরের গোয়ালঘরে জ্বালানো কয়েলের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়।
তবে আগুনের সূত্রপাতের
ঘটনার সত্যতা নিশ্চিত করেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেয়া তথ্য মতে জানা যায়, বুধবার রাতে দিনমজুর অন্তেশ্বর বর্মনের পরিবার প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় আগুনের তাপে ঘুম ভেঙে যায় মিজানুরের।
সে সময় তার চিৎকারে ক্ষতিগ্রস্ত বাকি পরিবারগুলোসহ এলাকাবাসী আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ভাগ্যবশত মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সেই আগুনে ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা পুড়ে যায়।
এছাড়াও ঘরগুলোতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ও আসবাবপত্র ধান, চালসহ পুড়ে যায়। আগুনে পুড়ে এক নারী অগ্নিদুগ্ধে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।