Wednesday, October 15, 2025

সুবল কাটি বালিকা বিদ্যালয়ের নতুন এড হক কমিটির সভাপতি হলেন সাংবাদিক জাকির হোসেন

Date:

Share post:

এমদাদুল হক, মনিরামপুর প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের সুবল কাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এড হক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোঃ জাকির হোসেন।

বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হলে উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি মোঃ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, “শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। এই বিদ্যালয়ের উন্নয়নকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “ছাত্রীরা যেন ভালো শিক্ষা অর্জন করতে পারে এবং ভবিষ্যতে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে বিদ্যালয়ের ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং শিক্ষার মান উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি সকলের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা একটি উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারি।”

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে নতুন এক যুগের সূচনা হবে।

স্থানীয় সুধীজন ও অভিভাবকরাও মোঃ জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এবং তার যোগ্যতা ও দক্ষতা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষতা, প্রজ্ঞা ও সমাজসেবামূলক কার্যক্রমের জন্য এলাকাবাসীর মধ্যে তিনি বিশেষ শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছেন।

এই নতুন দায়িত্বে তার নেতৃত্বে সুবল কাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে এলাকাবাসীর মধ্যে দৃঢ় বিশ্বাস বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...