
মোঃ রিপন ইসলাম, বগুড়া প্রতিনিধি:
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ — বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর কোলঘেঁষা সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হয়েছিল একটি গ্লাস ফ্যাক্টরি, যার মালিকানা ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর অধীনে। দীর্ঘদিন ধরে নদীর পার দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় আজ জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের একটি বিশেষ দল, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এই অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ বাহিনী অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, “সরকারি খাস জমিতে কোনো অনুমতি ছাড়াই টিএমএসএস কর্তৃক গ্লাস ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থ, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “নদীর পাড়ে অবৈধ স্থাপনার কারণে করতোয়ার পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। উচ্ছেদের ফলে নদীর স্বাভাবিক গতি এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।”
উল্লেখযোগ্য যে, টিএমএসএস কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে প্রশাসনের সূত্র জানিয়েছে, ভবিষ্যতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।