
আরিফুল ইসলাম আরিফ ফুলবাড়ী, কুড়িগ্রাম:
“ভুট্টারাজ করলে চাষ, হাসবে কৃষক বার মাস”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উদযাপিত হলো ভুট্টারাজ হাইব্রিড ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষক মশিউর রহমানের ভুট্টা খেতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি কর্মকর্তা রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফকরুর ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া পিওর এগ্রো সায়েন্স-ঢাকা বাংলাদেশ-এর পরিচালক মিজানুর রহমান, ইনতেফা কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মিজানুর রহমান এবং কোম্পানিটির নাগেশ্বরী টেরিটোরির সিনিয়র অফিসার ফয়সাল বিন আলী অনুষ্ঠানে অংশ নেন।
মাঠ দিবসে আরও অংশ নেন উপজেলার ভুট্টারাজের খুচরা বিক্রেতা, স্থানীয় কৃষি ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণির কৃষকগণ।
আয়োজকদের মতে, এ ধরনের মাঠ দিবস কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তোলে এবং উচ্চ ফলনশীল জাত চাষে আগ্রহী করে তোলে। বিশেষ করে ভুট্টারাজ জাতটি কৃষকদের মাঝে আস্থা অর্জন করেছে, যার ফলে বাম্পার ফলনের পাশাপাশি সারা বছর চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছেন।