
পাহাড়ে লেগেছে বৈসাবি উৎসবের রং। মারমা পার্বত্য অঞ্চলে দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী। এদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা। খাগড়াছড়িতে বৈসাবি উপলক্ষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “ধ”খেলা উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকেলে আপার পেরাছরা পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে উদযাপন কমিটির আহবায়ক সাথোয়াই প্রু চৌধুরী এর সভাপতিত্বে ধ খেলা উদ্বোধন করেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
এসময় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা, বামাঐপ সভাপতি কংচাইরি মাস্টার সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষ্যে খাগড়াছড়ি সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি’র আয়োজনে পাহাড়ি সকল জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।