
বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রভাষক মো: আব্দুল্লাহ আল মামুন। তিনি সদর উপজেলার কচুয়া গ্রামের মরহুম মো: কাদের মোল্যার সন্তান।
প্রভাষক আব্দুল্লাহ আল মামুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে রসায়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি মাগুরার হাজিপুর সম্মিলনী ডিগ্রি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
শিক্ষা জীবনের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও সক্রিয়। তিনি “মানুষ মানুষের জন্য” নামক সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং “আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা”-র সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্র রাজনীতির সাথেও তার সম্পৃক্ততা ছিল। তিনি কচুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, তিনি কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
তারিখ ০৭ এপ্রিল ২০২৫, রোজ সোমবার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সদস্য সচিব: বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ সদস্য: জনাব আলী আহম্মদ এবং অভিভাবক সদস্য: সেলিম খান।
এই মনোনয়নে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসহ সংশ্লিষ্ট সকল মহলে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।