
মোঃ রিপন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও মাছরাঙা টেলিভিশনের দুই সাংবাদিকসহ তিনজনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। অভিযানে তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু, ২টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল ২০২৫) বেলা ৩টা ৩০ মিনিটে সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে ফ্রেস জুস বারের সামনে সাংবাদিক খোরশেদ আলম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও মাছরাঙা টিভির প্রতিনিধি), আসাফুদৌলা নিয়ন (বগুড়া লাইভ অনলাইন পোর্টালের স্টাফ করেসপন্ডেন্ট) এবং তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলামকে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করে একদল দুর্বৃত্ত।
ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় এবং ডিবি অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে শাজাহানপুর থানার বনানী এলাকা থেকে প্রধান অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিবসহ ছয়জনকে আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রাকিবুল ইসলাম রাকিব, হাবিবুর রহমান রকি, তারিকুল ইসলাম, জিসান খান, জিহাদ ও টুটুল। এদের মধ্যে রাকিবুলের বিরুদ্ধে পূর্বে হত্যা ও মাদকের দুটি মামলা এবং হাবিবুরের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা ও মাদকের মোট ছয়টি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।