
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার (৭ এপ্রিল) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।
তিনি জানান, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ৬ এপ্রিল রাত সোয়া ১১টার দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার ধোপাকান্দি রিফা বেকারির সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৮) এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোঃ মমিন মিয়া (৩০)।
তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।