Wednesday, April 9, 2025

বিদেশি পর্যটক দলের বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন

Date:

Share post:

মো. মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকা বাবুডাইং গ্রামের ‘আলোর পাঠশালা’ বিদ্যালয় পরিদর্শন করলেন ১৩ জনের এক বিদেশি পর্যটক দল। রোববার দুপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত এই বিদ্যালয়ে তারা উপস্থিত হন।

পর্যটক দলের নেতৃত্ব দেন বেলজিয়ামের নাগরিক অ্যানাবেল ভারগেলস। তিনি বলেন, ‘প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয়ে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের সুব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছি। শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা, তাদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও আন্তরিকতা খুবই ভালো লেগেছে। এজন্যই বলে শিক্ষা হচ্ছে শক্তি।’

১৩ সদস্যের এই দলে ১২ জন ছিলেন বেলজিয়াম থেকে এবং একজন নেদারল্যান্ডসের নাগরিক। তাঁদের মধ্যে সাতজন নারী ও ছয়জন পুরুষ। বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার নামের একটি পর্যটন সংস্থা তাদের এ বিদ্যালয় ভ্রমণে সহায়তা করে।

পর্যটকরা প্রথমে কোল ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত বাবুডাইং গ্রামটি ঘুরে দেখেন। গ্রামের মাটির দেয়ালে আলপনা আঁকেন ও ছবি তোলেন। স্থানীয় শিশু ও প্রবীণদের সঙ্গে কথোপকথন করেন এবং নারী-পুরুষদের কর্মব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

দুপুর সোয়া ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সাংস্কৃতিক দলের সদস্যরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানায়। পর্যটকদের সামনে কোলদের ঐতিহ্যবাহী ঝুমুরসহ বিভিন্ন নৃত্য ও গান পরিবেশন করা হয়। এ সময় তারা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও পারিবারিক অবস্থা সম্পর্কে জানতে চান। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করেন তারা।

এর আগে দলটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসার কারখানাগুলোও পরিদর্শন করে।

পর্যটক দলের অন্যান্য সদস্যরা হলেন—মার্গারেট ভার্স্ট্রিপেন, মার্কেল ডিয়ালেন্স, কার্ট ভ্যান ডের কুইলেন, রিলে ভ্যান ডেন কিইবুম, হ্যানস হিলিবুয়েক, আন্নে-মিয়েকে মেলফেইট, লুটগার্ড ভ্যান ডেন কীবাস, আন্নে মেয়েনস, রিটা ভ্যান লুই, রুডি মাইকেলস, মারিয়া ডি বুশ্চার এবং নেদারল্যান্ডসের জন ক্লোয়েক।
সঙ্গে ছিলেন বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাদি হাসান, রাজশাহী বিভাগের কো-অর্ডিনেটর ও আইনজীবী নাজিব ফেরদৌস প্রমুখ।

বিদ্যালয় ও গ্রাম পরিদর্শনে সহায়তা করেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, বিমল হাঁসদাক, নির্মল কোল, খন্ডকালীন শিক্ষক ট্রেম হাঁসদা এবং কম্পিউটার অপারেটর মেহেদী হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ঢাকুরিয়া কলেজে সভাপতি হলেন অধ্যাপক ফজলুল হক

নিজস্ব প্রতিনিধিঃ  যশোরের মনিরামপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হককে ঢাকুরিয়া কলেজের এড হক...

মিথ্যা মামলা ও দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহীঃ  অসামাজিক কাজে লিপ্ত ও দূর্নীতি'র অভিযোগে অভিযুক্ত গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা'র বিরুদ্ধে সংবাদ...

ফুলবাড়ীতে কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ 

আরিফুল ইসলাম আরিফ,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে...

গাঁজায় গন হত্যা”র প্রতিবাদে নড়াইলে মানব বন্ধন ও বি”ক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:  গাঁজায় নির্বিচারে মুসলিমদের গণহত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ০৮ মার্চ (মঙ্গলবার) বেলা...