
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদে পল্লীতে লোহার রডের আঘাতে আবু তালেব (২৫) নামের এক যুবক নিহতের ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তার ও কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদারের অপসরণের দাবিতে বেদে সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ থানার সামনে বিক্ষোভ করেছে । রবিবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে কাশীপুর বেদে সম্প্রদায়ের নারী পুরুষ কালীগঞ্জ থানায় অবস্থান করে থানার ওসির অপসরণ ও হত্যার ঘটনায় পুলিশ বিরোধী নানা স্লোগান দিতে থাকে ।
সে সময় বেদে সম্প্রদায়ের অনেকে অভিযোগ করেন আবু তালেব হত্যার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে ১ জনকে আটক করলেও মূল অভিযুক্তরা আটক হয়নি। কালীগঞ্জ থানা পুলিশের একাধিক সদস্য ঘন্টাব্যাপী চেষ্টা করে বেদে সম্প্রদায়ের মানুষদের থানা চত্বরের বাইরে পাঠাতে সক্ষম হন ।
পরবর্তীতে তারা থানা ছেড়ে নিমতলা বাস স্ট্যান্ড মহাসড়কে অবস্থান নেয় ।
এ ঘটনা সম্পর্কে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান , হত্যাকান্ডের পরই মূল অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করা হয় । ভিকটিমের পরিবারের সাথে কথা বলে মামলা গ্রহন করা হয়েছে । এই হত্যাকান্ডের সাথে আর কেউ যদি জড়িত থেকে থাকে তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনা হবে ।
এ ঘটনা কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন ।
উল্লেখ্য , বুধবার (০২ এপ্রিল) দিনগত রাত ৩ টার দিকে কাশীপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে খোজ করতে থাকে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার রডের অংশ দিয়ে বুকে আঘাত করে। পরে প্রতিবেশীরা আবু তালেবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর পরই আটক হয় অভিযুক্ত রুবেল হোসেন।