
এস কে বাপ্পি, খুলনা ব্যুরো:
কয়েক দিনের কাঠফাটা রোদ ও ভ্যাপসা গরমের পর অবশেষে খুলনায় নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই ছিল প্রচণ্ড রোদ, তবে বিকেলের দিকে আকাশে হালকা মেঘ জমতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি, সঙ্গে ছিল হালকা বজ্রপাতও।
দিনভর রোদ ও মাঝে মাঝে মেঘের আনাগোনার পর এই আচমকা বৃষ্টি খুলনার জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। গরমে অতিষ্ঠ হয়ে ওঠা মানুষ বৃষ্টির ফোঁটায় খুঁজে পেয়েছে প্রশান্তি। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “আল্লাহ অবশেষে.. বৃষ্টি, আলহামদুলিল্লাহ! কী সুন্দর প্রশান্তির বাতাস!”
খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন বলেন, “বৃষ্টির জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। খুব ভালো লাগছে। তবে এত কম বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হবে না। কিছুক্ষণ পর আবার গরম লাগবে।”
এর আগে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস ছিল।
বৃষ্টির এই পরশে কিছুটা স্বস্তি মিললেও খুলনাবাসী চাইছেন আরও দীর্ঘ সময় ধরে বৃষ্টি হোক, যাতে প্রকৃতি আরও শীতল হয়।