
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল রমেন্দ্রনাথ বসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স-এর সাধারণ সম্পাদক ও অত্র কলেজের কৃতি শিক্ষার্থী এম এসসি মেহেদী হাসান, ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও কলেজের কৃতি শিক্ষার্থী এডভোকেট মনিরুল ইসলাম (মনির), ৫ নং দারিয়াপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মছিউল আজম এবং বাংলা বিভাগের অধ্যাপক প্রমিত কুমার রায়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন অভিভাবক আনোয়ার হোসেন, রাজকুমার মণ্ডল ও মোঃ তহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস।
অনুষ্ঠান শেষে কলেজের মূল ফটকে একটি নতুন ফলক উন্মোচন করা হয়। এতে মরহুম এ এন কামাল উদ্দিন মোস্তফা ও তৎকালীন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রফেসর হাসান ওয়াজেদের নামে “স্থাপিত-১৯৯২ ইং” ফলক স্থাপন করা হয়। ফলক উন্মোচন করেন প্রধান অতিথি তারিকুল ইসলাম।