হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জেরে আবু তালেব (২৫) নামের এক যুবককে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষের এক যুবক। সোমবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কাশিপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে তার খোঁজ করতে থাকে একই গ্রামের রুবেল হোসেন। তালেব বাইরে বের হলে রুবেল লোহার রড দিয়ে তার বুকে আঘাত করে। এ সময় আবু তালেবের শ্বশুর ছবেদ আলী বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় আবু তালেব ও তার শ্বশুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই কালীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত রুবেল হোসেনকে গ্রেপ্তার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, "হত্যাকাণ্ডের পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সজাগ রয়েছে।