
খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খ্যাং চা ফ্র বটতলী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিছুয়ে শরণ যুব ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শত শত দর্শকের সামনে তারা শিরোপা জয় করে নেয়।
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব মাহা সাংগ্রাই উদযাপন উপলক্ষে আপার পেরাছড়া মাঠ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাধুলার প্রচার ও প্রসার ঘটানোর পাশাপাশি মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
“ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টিতে সহায়ক হবে এবং দেশের ক্রীড়াঙ্গনে সুনাম বয়ে আনবে। নারীরা ফুটবলে যেমন আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করছে, তেমনি অন্যান্য খেলাতেও যুবসমাজ এগিয়ে যাবে। ক্রীড়ার মাধ্যমে ছাত্র-যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং শারীরিক ও মানসিকভাবে উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা পরিষদ সদস্য উ:সাথোয়াই প্রু চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এড-হক কমিটির সদস্য মো: নজরুল ইসলাম, বামাঐপ জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টার ও নেতা ক্যজরী মারমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুইচিংহ্লা চৌধুরী, আর স্বাগত বক্তব্য রাখেন বামাঐপ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উশৈপ্রু মারমা।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন মিছুয়ে শরণ যুব ক্লাবকে ১০,০০০ টাকা ও ট্রফি এবং রানার্সআপ খ্যাং চা ফ্র বটতলী দলকে ৫,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়।
এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করেছিল, যা ক্রীড়াপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।