
হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন একটি সড়কের তিন পাশে বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। এতে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে এবং স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাখালগাছী ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামে।
বহিরগাছী থেকে সাঁকো বাজার পর্যন্ত ৩ মিটার চওড়া ও ২,৬২০ মিটার দীর্ঘ পিচ রাস্তার নির্মাণকাজ প্রায় তিন মাস আগে শুরু হয়। এর মধ্যে ২,০০০ মিটার পর্যন্ত সাব-বেজের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দা শামছুল ও মুজিদ নামের দুই ভাই তাদের বাড়ি সংলগ্ন রাস্তার অংশটি ব্যক্তিগত সম্পত্তি দাবি করে নির্মাণকাজে বাধা দিচ্ছেন। তারা চাইছেন, পাশের ভরাটকৃত অংশ দিয়ে রাস্তা নির্মাণ করা হোক।
চার দিন আগে তারা রাস্তার মাঝ বরাবর বাঁশের বেড়া দিয়ে আটকে দেন। স্থানীয়রা জানান, ১৫ বছর ধরে এটি ইটের হেরিংবোন রাস্তা ছিল, যা এখন পিচের করা হচ্ছে। তবে জমির মালিকানা দাবি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে।
রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের পক্ষে সাইট ম্যানেজার রুহুল আমিন বলেন, “রাস্তার জমি ব্যক্তি মালিকানা দাবি করে আমাদের কাজে একাধিকবার বাধা দেওয়া হয়েছে। এমনকি আগে রাস্তা থেকে ভেকু সরিয়ে দেওয়া হয়েছিল, আর এখন বাঁশের বেড়া দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী জানান, রাস্তায় তার চাচাদের তিন শতক জমি রয়েছে। তিনি বলেন, “আগে আওয়ামী লীগ সরকারে থাকার সময় নাসির মেম্বার জোর করে আমাদের জমি নিয়ে রাস্তা করেছিলেন। ২৬, ৬২, এবং ৯২ নম্বর রেকর্ডের ম্যাপ দেখলেই বোঝা যাবে আসল রাস্তার জমি কোনটি। যেখানে বেড়া দেওয়া হয়েছে, তার পূর্ব পাশেই সরকারি রাস্তার জমি স্পষ্টভাবে চিহ্নিত।
কালীগঞ্জ এলজিইডি প্রকৌশলী আহসান হাবীব বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। যারা জমি ব্যক্তি মালিকানা দাবি করছেন, তাদের সঙ্গে স্থানীয়ভাবে আলোচনা করে দ্রুত সমাধানে পৌঁছানোর চেষ্টা করছি।