হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ-যশোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই ট্রাক রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় দুই পথচারী যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে কালীগঞ্জ থানার রুঘুনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যশোর থেকে ঝিনাইদহগামী ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৭৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী মো. ইব্রাহিম (১৫) ও মো. আতিক (২১) আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বারোবাজার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহসিন হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।