
মোঃ সজিব হোসেন:
যশোরের মনিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মনিরামপুর পরিবার’ -এর উদ্যোগে ৭নং খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০০ অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই মানবিক কার্যক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেনাসদস্য মোঃ সাইফুল ইসলামের পিতা মোঃ আব্দুল আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবকগণ এবং সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। সভাপতির পিতা মোঃ আব্দুল আলী বলেন, “আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে অভিভূত। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নিয়ে সমাজের কল্যাণে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের এমন মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।