Monday, July 28, 2025

ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ পরিচালক আলমগীর কবির বরখাস্ত

Date:

Share post:

জাবির আহমেদ জিহাদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে অবস্থিত মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার আলমগীর কবিরকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে করা একাধিক অভিযোগের ভিত্তিতে পরিচালিত প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।

তিনি বলেন, প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, আলমগীর কবির ফ্রিল্যান্সিংয়ে সফলতার প্রতিশ্রুতি দিয়ে তাদের ল্যাপটপ বা ডেস্কটপ কেনার জন্য চাপ প্রয়োগ করতেন। এছাড়া, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, খারাপ ভাষা ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু নির্দিষ্ট শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও উঠে এসেছে, যা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।

এই অনিয়মের ফলে প্রতিষ্ঠানটির সুনাম হুমকির মুখে পড়েছে। স্থানীয় পর্যায়ে বিশ্বাসযোগ্যতা হারানোর পাশাপাশি, ভবিষ্যতে নতুন শিক্ষার্থী ভর্তি নিয়েও সংকট দেখা দিতে পারে। এছাড়া, তদন্ত ও সংশোধনমূলক ব্যবস্থার জন্য প্রতিষ্ঠানকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে।

এ পরিস্থিতিতে ইনস্টিটিউট কর্তৃপক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। পাশাপাশি, প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মানোন্নয়নে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।

মোস্তফা আল মাহমুদ জানিয়েছেন, প্রতিষ্ঠানকে সুসংগঠিত করতে এবং শিক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার করতে শিগগিরই নতুন একজন যোগ্য পরিচালক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, “আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য ইসলামপুরের তরুণদের জন্য মানসম্পন্ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিশ্চিত করা।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে, এ ঘটনাকে ভিত্তিহীন গুজব হিসেবে না দেখে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে। তারা আশ্বস্ত করেছেন, ইনস্টিটিউট তার শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং ভবিষ্যতে এমন অনিয়ম যাতে না ঘটে, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুই এর আমন্ত্রণে, সেদেশের মাটিতে...

ভোলায় সেনাসদস্য আনোয়ারের বিরুদ্ধে কোর্ট মার্শালের আদেশ

আরিফা হক,গাজীপুর প্রতিনিধি : হত্যা চেষ্টা ও ছিনতাই মামলার প্রধান আসামি সেনাবাহিনীর সদস্য আনোয়ার হোসেন (সৈনিক নং ১২৩৮৩৬৭) এর...

শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত-সকাল দশটা...

নড়াইলে এক সহানুভূতির হাত বদলে দিচ্ছে শত তরুণের ভবিষ্যৎ

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ জীবনের সংগ্রাম ও হতাশার অভিজ্ঞতা থেকেই সৌরভ বিশ্বাস উপলব্ধি করেছেন, মানুষের জীবনে সময়মতো একটি সহানুভূতির হাত...