শরিফুল খান প্লাবন:
সারা দেশের ন্যায় শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শ্রীনগর স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব, শ্রীনগর সার্কেলের এএসপি মো. আনিছুর রহমান, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধারা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুল হাসান, আরএমও ডা. শংকর পাল, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জবেদা আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মদন গোপাল সাহা।
অনুষ্ঠানে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, ষোলঘর অক্ষয় কুমার ও শশী কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. তৈয়বুর রহমান, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।