
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের সতীঘাটা ০৫ নং ওয়ার্ডে প্রতি বছরের মতো এবারও বিশিষ্ট সমাজসেবক রেজাউল ইসলাম (রেজা) ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেছেন।
বুধবার (২৬ মার্চ) সকালে নিজ বাসভবনে তিনি দুই শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ৫০০ গ্রাম সেমাই ও ৫০০ গ্রাম চিনি প্রদান করেন।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ০৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহজারুল ইসলাম, ফুয়াদুল ইসলাম (বাঁধন) আতিফ ইসলাম (অর্পণ) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
এ সময় সমাজসেবক রেজাউল ইসলাম রেজা বলেন, “আমি প্রতিবছরের মতো এ বছরও নিজ অর্থায়নে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।