
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমি থেকে এসব ফুড প্যাক বিতরণ করা হয়। গোদাগাড়ী ও তানোর মিলিয়ে মোট ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা আমীর মোঃ নোমায়ন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান, গোদাগাড়ী পৌরসভার আমীর আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফুড প্যাক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ উপকার বয়ে আনবে এবং সমাজের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।