
হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে পান বোঝায় একটি আলম সাধু ছিনতাই এর ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) ভোরে উপজেলার নরেন্দ্রপুর বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলম সাধু চালক আব্দুল হান্নান শেখ এ ঘটনায় বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত লিখিত অভিযোগসূত্রে জানা যায়, সোমবার ভোরে কোলা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে কয়েকজন পান চাষীর ১৮ বোঝা পান নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারা।
পথিমধ্যে নরেন্দ্রপুর বেলতলা নামক স্থানে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা ৫/৬ জন মুখোশধারী ডাকাত রাস্তার উপর কলাগাছ ফেলে এবং দুই পাশে গাছের সাথে ফিতাবেধে তাদের প্রতিরোধ করে। সাথে সাথে ডাকাতদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা সকলকে জিম্মি করে লাঠি দিয়ে মারধর শুরু করে। কিছুক্ষণ পর পাশের একটি লিচু বাগানের সকলকে দড়ি দিয়ে লিচু বেঁধে পান বোঝাই আলম সাধু নিয়ে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।
সকালবেলা আশপাশের মানুষ তাদেরকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি ডাকাতি ছিনতাই এর তৎপরতা অনেক বেশি লক্ষ করা যাচ্ছে। ফয়লা মিশন পার হয়ে ঘোষনগর বাজারের পূর্বের
সড়কটুকু খুব ঝুঁকিপূর্ণ। প্রায় এই জায়গায় চুরি,ডাকাতি এবং ছিনতাই এর মত ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা পুলিশ এই সড়কে টহল না বাড়ালে মানুষকে আতঙ্ক নিয়ে চলতে হবে। পড়তে হবে চোর ডাকাতের হাতে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আলম সাধু ছিনতাই ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি।
ইতিমধ্যে ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারব। শহরের প্রবেশ মুখের ঝুঁকিপূর্ণ সড়ক গুলোতে আমরা টহল জোরদার করব বলেও তিনি যোগ করেন।