
ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর মহাসড়কে তোলাগোলদার পাড়া মোস্তাকে বাড়ির সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।
সোমবার সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে মণিরামপুর থেকে যশোরগামী একটি মোটরসাইকেল (নম্বর: যশোর-ল ১৩-৫২ ৪৬) আসছিল। একই সময় গাজীপুর থেকে আব্দুর সাত্তার (৬৫) নামে এক ব্যক্তি বাইসাইকেলযোগে হরিণার বিলে ধানে বিষ স্প্রে করতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলে থাকা দুইজন আহত ব্যক্তিকে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, নিহত আব্দুর সাত্তারের মরদেহ তার স্বজনরা ভ্যানে করে কাজিপুর নিজ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মারুফ হোসেন তরুর হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে নিয়ম না মেনে অবৈধভাবে হোটেল গড়ে ওঠায় গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা নেই। ফলে চালকরা সড়কের দুই পাশে ট্রাক রেখে খাবার খেতে যান, যা দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এসব হোটেল ও সড়কের পার্কিং ব্যবস্থা নিয়ে তদন্ত চালিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।