
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পেরাছড়ায় বৈসাবি উৎসব উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে “শিক্ষা, সাম্য, প্রগতি” স্লোগানকে সামনে রেখে পেরাছড়া হেডম্যান পাড়া হিল স্টার ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য বিশ্ব জ্যোতি চাকমা। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক রূপায়ন চাকমা, বিএনপির জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মতেন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপি নেতা জগৎ জ্যোতি চাকমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাল্যাছড়ি একাদশ ও রিবেং যুব ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে বাল্যাছড়ি একাদশ জয়ী হয়। দলের খেলোয়াড় সুইচিংপ্রু মারমা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
বৈসাবি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।