
মোঃ বুলবুল হোসেন:
২৩শে মার্চ রবিবার, কালিহাতীতে সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এক মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ বুলবুল হোসেনের সভাপতিত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ হুরমুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ও সহ-দপ্তর ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে গৌর চন্দ্র সূত্রধর, আব্দুল মালেক, মোঃ তাওহীদ, মোঃ শরীফ হোসেন, আব্দুল্লাহ খান, বেলায়েত হোসেন আসিব, আসাদুল ইসলাম, ইব্রাহিম খালিদ, ফারুক হোসেন, আনন্দ পাল, আবুল হাসেম, মোঃ আল-আমিন ও মোঃ হারুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ বুলবুল হোসেন পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “সবুজ গাছ, সবুজ প্রাণ, গর্বিত মোদের দেশ। সবুজ গাছ বাঁচিয়ে রেখেছে এই বিশ্ব পরিবেশ।” তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। অতিরিক্ত বৃক্ষনিধনের ফলে জলবায়ুর বিরূপ পরিবর্তন ঘটছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে।
সভাপতি তার বক্তব্যে আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে আমাদের এখনই সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি খাল-বিল সংরক্ষণ, পরিবেশবান্ধব জীবনযাত্রা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।