
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র কোরআন থেকে ক্বিরাত পাঠ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ রমজান) কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী প্রামবাসির আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৯ জন হাফেজ অংশ নেন। তাদের মধ্যে সাইফ রহমান প্রথম স্থান অর্জন করে ১০ হাজার টাকা পুরস্কার পান। দ্বিতীয় স্থান অধিকারী ফাহিম হাসান ৬ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী কুতুব উদ্দীন ৪ হাজার টাকা পান। এছাড়া বাকি ৬ প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়।
রমজান মাসের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার ৬৮ জন হাফেজের অংশগ্রহণে প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়। চারটি পর্ব শেষে ৯ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন। তারা হলেন— বলিদাপাড়া কাওমী মাদ্রাসার সাইফ রহমান, ফাহিম হাসান, কুতুব উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ মাহদী হাসান, রিফাত হাসান ও মো. হাবিবুল্লাহ; মাদরাসাতু মিনহাজিন নবওওয়াতের হুজাইফা রহমান এবং বাইতুস সালাম হাফেজিয়া মাদরাসার আব্দুল্লাহ আল মামুন।
চাপালী জামে মসজিদের সহ-সভাপতি এসএম সামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ ক্বারী মো. আবু বক্কর সিদ্দিকী ও হাফেজ মো. নুরে আলম হাসান।
মাসব্যাপী আয়োজিত এই ক্বিরাত প্রতিযোগিতা এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।