প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ১:৪৬ পি.এম
কালীগঞ্জে স্যানিটারি ও টাইলস ব্যবসায়ী সমিতির খাবার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ত্যাগের আদর্শকে ধারণ করে "কালীগঞ্জ পৌর স্যানিটারি ও টাইলস ব্যবসায়ী সমিতি নামের একটি সংগঠন এক মহতী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে ।
সমিতির সার্বিক ব্যবস্থাপনায় ২০ রমজান (২১ মার্চ) শহরের চিত্রা নদীর ব্রিজের উপর বিকেল ৪ টায় খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রাশেদুল হাসান রুলু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, উপদেষ্টা জনাব তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব সামছুল আলম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাব্বিরুল ইসলাম সাব্বিরসহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। সমিতির এই মহৎ উদ্যোগ এলাকাবাসীর নিকট প্রশংসিত হয়েছে। রিকশা চালক আদ্দুর রাজ্জাক বলেন, আমি ২৫ বছর যাবত কালীগঞ্জে রিকশা চালাই। কালীগঞ্জে অনেক ধরনের ব্যবসায়ী সমিতি আছে,কিন্তু পৌর স্যানিটারি ও টাইলস ব্যবসায়ী সমিতির মত এভাবে খাবার বিতরণ করতে পূর্বে কোন সংগঠনকে দেখিনি।
এই সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ গ্রহণের জন্য।
সমিতির সভাপতি রাশেদুল হাসান রুলু বলেন,ব্যাবসার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানবসেবা করা আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। রমজান আত্মসংযম, সহমর্মিতা ও পরোপকারের শিক্ষা প্রদান করে, আর সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রতিফলিত করতেই পৌর স্যানিটারি ও টাইলস ব্যবসায়ী সমিতি এ উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও সমিতির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ধরনের মানবিক কার্যক্রম সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখে। তাই প্রত্যেক সংগঠনেরই এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া উচিত বলে মনে করেন শুধী সমাজ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।