রাশেদ রেজা, বিশেষ প্রতিনিধি (মাগুরা):
মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের উদ্দেশ্য এলোপাথাড়ি কোপে তিন ( ৩) জন আহত হবার খবর পাওয়া গেছে । ঘটনাটি গত ১৯ মার্চ রাত ৮ টার দিকে মাগুরা সদর উপজেলার তাড়োরা ( তাররা) গ্রামের বকসী বাড়িতে এমন ঘটনা ঘটেছে।
আহতরা হলেন মদন মোহন বকসী,তার স্ত্রী সুপর্ণা বকসী ও ভগ্নিপতি অবনী বিশ্বাস। এদের মধ্যে মদন মোহন বকসীর অবস্থা সবচেয়ে গুরতর।
সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা গেছে ঐদিন নিজ গ্রামে বকসী বাড়িতে চলছিল পারিবারিক হরি চাঁদ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী।
সেখানে প্রায় ৩/৪ শো লোকের আয়োজনের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। হটাৎ পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী জয়দেব সিকদার ও তার কিছু লোকজন নিয়ে অতর্কিত খুনের উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মদন মোহন বকসীর ও তার স্ত্রীর অপর। তৎক্ষণাৎ ঠেকাতে গিয়ে আহত হন ভগ্নিপতি অবনী বিশ্বাস। উপস্থিত জনতার রোষানলেও দ্রুত তারা পালিয়ে যেতে সক্ষম হন। বিশেষ তথ্যে জানা গেছে তাদের মধ্যে পারিবারিক কিছু ঝামেলা ছিল, তবে খুনের উদ্দেশ্য এমন ঘটনা ঘটানোর মতো নয়। নাম প্রকাশে অনিচ্ছুক,বকসী বাড়িতে আগন্তুক একজন ভদ্র লোক বলেন, বর্তমান রাষ্ট্রীয় অস্থিতিশীল একটা পরিবেশের মধ্যে অনেকেই সেই মামাদের ঘরে লাগা আগুনে আলু পুড়িয়ে খাওয়ার মত পরিবেশ সৃষ্টি করে এমন ঘটনা ঘটাচ্ছে।
নইলে প্রতিবেশী ও পারিবারিক মতবিরোধ থাকতেই পারে তাই বলে বিভিন্ন এলাকা থেকে আগত সুধীজনের মধ্যে হত্যার উদ্দেশ্যে এমন অতর্কিত ধারালো অস্ত্রের হামলার সত্যিই উদ্বেগজনক বিষয়। এ বিষয়ে মাগুরা সদর থানায় একটা প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতদের অবস্থা বুঝে পরবর্তীতে আইনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এলাকাবাসী এমন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত জনতার মাঝে নেক্কারজনক ঘটনার দ্রুত বিচার প্রত্যাশা করেন।