বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন "মানুষ মানুষের জন্য" এর সৌজন্যে ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন নিজ হাতে এসব উপহার তুলে দেন।
ঈদকে সবার জন্য আনন্দমুখর করতে এবং সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রভাষক আব্দুল্লাহ আল মামুন বলেন, "আলোকিত বাংলাদেশ গড়তে হলে সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ন্যায় ও সাম্যের ভিত্তিতে একটি সুখী সমাজ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।"
তিনি আরও বলেন, অল্প কিছু আর্থিক সাহায্য হয়তো অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে। তাই আসুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি এবং এই পবিত্র উৎসবে অসহায় মানুষের জীবনে খুশি ছড়িয়ে দিই।
স্বেচ্ছাসেবী এই সংগঠনের এমন মহতী উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বমহলে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা, যেন প্রতিটি পরিবার ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে।