মোঃ সেলিম মিয়া, রংপুর:
রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড নজিরেরহাট এলাকায় রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বুধবার (১৯ মার্চ) বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে এক ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রবিউল আবেদিন রতন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. তানবীর হোসেন আশরাফী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. শরিফুল ইসলাম রনি, বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদ নবী বাবলু, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ হ ম আশিক ইকবাল বকুল, নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি মো. লিটন মিয়া মানিক এবং সাধারণ সম্পাদক মো. এ জেড এম আলমগীর ওয়াসিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মন্জিরুল ইসলাম মন্জু, হাজীরহাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন, ১২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিয়াকত হোসেন লিমন, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সহ-সভাপতি ড. রফিকুল ইসলাম রফিক। এ সময় সমাজসেবক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য ও সমাজসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয় এবং সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।