Tuesday, July 29, 2025

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার রং-তুলিতে জীবন্ত ছবি

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ:

শব্দের জগৎ থেকে বিচ্ছিন্ন হলেও রং-তুলির আঁচড়ে জীবনের গল্প বলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরী সাদিয়া সুলতানা। তাঁর তুলির স্পর্শে ফুটে ওঠে আবু সাঈদের আত্মত্যাগ, রবীন্দ্রনাথ-নজরুল, গ্রামীণ জীবন, নদী, মেঠোপথ, কৃষকের ঘরসহ বাংলার অপরূপ দৃশ্যপট।

১১ বছর বয়সী সাদিয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের বনানীপাড়ার বাসিন্দা মশিউর রহমান ও শাহনাজ পারভীন দম্পতির কন্যা। জন্মের দুই বছর পর জানা যায়, সে শুনতে ও বলতে পারে না। চিকিৎসকেরা নিশ্চিত করেন, সে আজীবন বাক ও শ্রবণ প্রতিবন্ধীই থাকবে।

কিন্তু তার এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি প্রতিভাকে। ঢাকার মহাখালীতে শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি হওয়ার পর সাদিয়া সেখানে থাকা চিত্রগুলোর প্রতি গভীর মনোযোগী হয়ে ওঠে। বাড়ি ফিরে কলম দিয়ে দৃশ্য আঁকতে শুরু করে। মেয়ের আগ্রহ দেখে বাবা-মা রং-তুলি ও কাগজ কিনে দেন। এরপর থেকেই শুরু হয় তার ছবি আঁকার পথচলা।

মাত্র ছয় বছর বয়সে ঢাকা শিশু একাডেমির এক প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে প্রথম হয়ে সাদিয়া জয়ী হয়। বর্তমানে সে ঝিনাইদহ শিল্পকলা একাডেমীর নিয়মিত ছাত্রী এবং বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছে।

বন্ধুদের ভালোবাসা ও শিক্ষকের প্রশংসা

শহরের সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়ার সহপাঠীরা তাকে দারুণ বন্ধু হিসেবে জানে। তার বন্ধু সিথি, আনিকা ও সুমনা জানায়, “সাদিয়া কথা বলতে না পারলেও আমরা ইশারা ভাষায় বুঝি। সে খুব ভালো ছবি আঁকে, তার প্রতিভা দেখে আমরা মুগ্ধ।”

ঝিনাইদহ শিল্পকলা একাডেমীর শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, “সাদিয়ার চিত্রাঙ্কনের প্রতি একাগ্রতা ও ভালোবাসা অসাধারণ। সে প্রচণ্ড মেধাবী, ভবিষ্যতে অনেক দূর যাবে।

পরিবারের ভালোবাসা ও স্বপ্নপূরণের লড়াই

সাদিয়ার মা শাহনাজ পারভীন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার মেয়ে কথা বলতে না পারায় অনেকে তাকে এড়িয়ে চলে, এতে সে কষ্ট পায়। কিন্তু সে খুব শান্ত ও দায়িত্ববান। ছবি আঁকা নিয়েই তার স্বপ্ন। দেশের বাইরে প্রতিযোগিতায় অংশ নিতে চায়। আমরা তার পাশে আছি, সবাই তার জন্য দোয়া করবেন।”

পরিবার, শিক্ষক ও বন্ধুদের সহযোগিতায় সাদিয়া এগিয়ে চলেছে সাফল্যের পথে। তার প্রতিভা যেন প্রতিবন্ধকতার দেয়ালে আটকে না যায়—এটাই সবার প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

পাটগ্রামে রক্ত কণিকার উদ্যোগে ১২০০ মিটার ড্রেন পরিস্কার 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ  পানি নিস্কাশনের সমস্যা সমাধানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ এলাকায় রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন...

অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ২৮শে জুলাই) সকাল থেকে...

মনিরামপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে এসএসসি ও সম্মাননা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই...

নজিরেরহাটে দোকানে আগুন, পুড়ে ছাই নগদ টাকাসহ মালামাল

মো: আবু শাহান সেলিম মিয়া, রংপুর ব্যুরো। রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড নজিরেরহাট বাজারে জননী মার্কেটে একটি দোকান আগুন...