Tuesday, October 14, 2025

টাঙ্গাইলে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত

Date:

Share post:

বুলবু্ল হোসেন:

টাঙ্গাইলের লৌহজং নদী পুনরুদ্ধারের করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবীর যৌথ উদ্যোগে শনিবার (১৬ মার্চ) বিকেলে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “আমাদের নদী, আমাদের ভবিষ্যৎ”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও কলাম লেখক অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাপা টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ও সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং নদী সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান, সরকারী ইব্রাহিম খাঁ কলেজের বিভাগীয় প্রধান অনিক রহমান বুলবুল, সবুজ পৃথিবীর সভাপতি ডাঃ কায়েম উদ্দিন এবং টাঙ্গাইল জজকোর্টের এপিপি এডভোকেট মোঃ মোবারক হোসেন।

এছাড়া আলোচনায় অংশ নেন বেলা টাঙ্গাইলের ম্যানেজার মীর জালাল আহমেদ, সেবক টাঙ্গাইলের নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোঃ শামসুল আলম শিবলী, বাপা টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক আওয়াল মাহমুদ, লৌহজং নদী আন্দোলনের আকিবুর রহমান ইকবাল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্রীণ ক্লাবের আহ্বায়ক মোঃ শামীম কবীর, সবুজ পৃথিবী ঘাটাইল উপজেলা শাখার এস এম শাহীন হোসেন এবং মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন।

অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস...

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা...

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানব’বন্ধন

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর...

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার বারুইপাড়া এলাকায় “বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘ”-এর উদ্যোগে “বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার...