
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের নিউমার্কেটে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ফাউন্ডেশনের নিজস্ব অফিস কক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সভাপতি জহির বাপ্পি। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জনাব আসাদ এবং খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব মরিয়ম। এছাড়া যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাদিউরজামান হৃদয়, সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সহ-সভাপতি মিন্টু সাহা, প্রচার সম্পাদক আলীফ হোসেন বাবু, মোঃ আইয়ুব আলি, মোঃ মুন্না এবং খুলনা বিভাগীয় ও যশোর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সংগঠনের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।