
লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে র্যাব-১২-এর বিশেষ অভিযানে অভিনব কায়দায় লাগেজে গাঁজা পরিবহনের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ২০২৫) সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড় এলাকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। জনৈক মোঃ আব্দুল আলীমের ভ্রাম্যমাণ দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ১,৭৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ বিল্লাল মিয়া (২৯), যার পিতা মোঃ বাদশা মিয়া, বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর বহুলাচরা গ্রামে। অপরজন মোঃ আজহারুল ইসলাম ওরফে নয়ন (২২), যার পিতা মোঃ আব্দুল আলীম, বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বরুড়া গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।