
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান বলেছেন, “অপরাধীদের বিচার হয়েছে দেখতে চাই না, বরং বিচার কার্যকর হয়েছে তা দেখতে চাই।”
শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি বাকের।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান অপরাধীদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করার আহ্বান জানান। তিনি বলেন, “এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
আলোচনা সভার আগে তিনি শিশু আছিয়ার কবর জিয়ারত করেন এবং পরে তার গ্রামের বাড়িতে যান। তবে আছিয়ার মা আয়েশা ও তার নিকটাত্মীয়রা তখন বাড়িতে উপস্থিত ছিলেন না।
দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন, মাগুরা জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারযোগে ড. শফিকুর রহমান শ্রীপুর উপজেলার সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সকল কর্মসূচি শেষে তিনি সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।