
মোঃ রিপন ইসলাম, বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর মাটিডালী বিমানমোড়স্থ হোটেল প্যারাডাইস রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম আকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাজউদ্দিন আহমেদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের পিতা আলহাজ্ব মাহবুব হামিদ তারা, বগুড়া শহর বিএনপির নির্বাহী সদস্য সাইদুজ্জামান হীরা, জেলা যুবদলের সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম মোস্তফা সোহাগ, দৈনিক দুরন্ত সংবাদ-এর বার্তা সম্পাদক রিয়াসাত মামুন মৌসুম, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, বগুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, সদর থানার সাব-ইন্সপেক্টর আনিসুর রহমান, এএসআই আহমদ আলী, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হকসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র প্রকাশ পায়। সত্য ও নির্ভীক সাংবাদিকতা অন্যায়, অপরাধ, অবিচার ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কখনো হুমকি-ধমকিতে ভয় পায় না। প্রকৃত সাংবাদিকেরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ পরিবর্তনের পথ দেখান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক গোলজার রহমান, সদর উপজেলা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন। সাংবাদিক শাফায়াত সজলের সঞ্চালনায় রসুল খন্দকার ও ইমন শেখের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক কাওসার সিয়াম, সিনিয়র সাংবাদিক ও সদর উপজেলা সাংবাদিক ফোরামের ধর্মীয় সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান নিবির, প্রচার সম্পাদক রিপন মিয়া, সদস্য জুয়েল রানা, এনামুল হক, রকি হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ হোসাইন আহমেদ। পরে অতিথিরা একসঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।