শাহাজান শাকিল:
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় ডিকে কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ইসলামী নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আবুল বাশার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাফেজ মওলানা সিদ্দিকুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম নূরু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়া আব্দুল হালিম, মোহাম্মদ আলী সরদার, মাওলানা আব্দুল হামিদ, হাফেজ এইচ এম মহসিন, আব্দুর রহিম, আব্দুল মতিন বিশ্বাস, মুফতি আবুজার বিন হাফিজ, মাওলানা ইমরান হোসেনসহ আরও অনেকে।
এসময় বক্তারা ইসলামি আন্দোলনের গুরুত্ব, শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।