
মোঃ রিপন হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। শহর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শামিমের সঞ্চালনায় এবং সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আঃ করিম মিষ্টারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের শুভ সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, শহর বিএনপির সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক আঃ গোফফার, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে সবাই একসঙ্গে ইফতার করেন।