
রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরশাখার উদ্যোগে আদর্শ শিক্ষক ফেডারেশন ও ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্সে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. আনারুল ইসলাম, আমীর, জামায়াতে ইসলামী, গোদাগাড়ী পৌরসভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মো. শওকত আলী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড. সেতাউর রহমান, প্রফেসর, আরবি বিভাগ ও কোষাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল্লাহ, সভাপতি, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা। এছাড়াও বক্তব্য দেন মো. মুখেসুর রহমান মুকুল, সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন, পৌরশাখা, এবং মুফতি মাওলানা সিবগাতুল্লাহ, খতিব ও পেশ ইমাম, মডেল মসজিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নামাজ ও রোজার মতো যাকাতও ইসলামের একটি অপরিহার্য অংশ। কুরআনে নামাজের পাশাপাশি যাকাতের কথাও উল্লেখ রয়েছে। যাকাত সঠিকভাবে আদায় ও সুষম বণ্টনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। তারা আরও বলেন, রমজান মাসে যেমন সকল অন্যায় থেকে বিরত থাকতে হয়, তেমনি বছরের অন্যান্য সময়েও সকল অন্যায় পরিহার করা উচিত। বৈষম্যহীন সমাজ গঠনে যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাংবাদিক, ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।