
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার নিষ্পাপ শিশু কন্যা আছিয়া অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ১৩ মার্চ, বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে।
মাত্র ৮ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো আছিয়াকে। মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের ফেরদৌস শেখের মেয়ে ছিল সে।
গত ৫ মার্চ, বুধবার দিবাগত রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ভয়াবহ নির্যাতনের শিকার হয় ছোট্ট আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হলো এই নিষ্পাপ শিশুটিকে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।