
স্বীকৃতি বিশ্বাস, যশোর:
যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই একের পর এক পদত্যাগ করছেন সংগঠনের শীর্ষ নেতারা। এবার সংগঠনের নীতি, আদর্শ ও নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্থসেল সম্পাদক সুমাইয়া শিকদার ইলা।
আজ বুধবার (১২ মার্চ) এক বিবৃতিতে তিনি জানান, সংগঠনের গঠনতন্ত্রের অভাব, স্বজনপ্রীতি, অর্থ সংরক্ষণে অনিয়ম এবং ক্ষমতার কাঠামোর অসঙ্গতি রয়েছে। তিনি বলেন, “আমি মাজলুমের পক্ষে কাজ করতে এসেছিলাম, কিন্তু এখানে নেতৃত্বের নামে স্বজনপ্রীতি, মব তৈরি করা, বিতর্কিত মন্তব্য দিয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে।”
সুমাইয়া শিকদার ইলা অভিযোগ করেন, সংগঠনের ভেতরে বন্যাদুর্গতদের নামে অর্থ উত্তোলন, টেন্ডারবাজি, অর্থ ভাগাভাগি ও মদের কেলেঙ্কারিসহ নানা অনিয়ম চলছে, যা নীতি ও আদর্শবিরোধী। এ ধরনের ২৭টি অভিযোগ এনে তিনি সংগঠন ছাড়ার ঘোষণা দেন।
এর আগে গত ২৭ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটি যশোর জেলা কমিটির ১০১ সদস্যের নাম ঘোষণা করে। কমিটি ঘোষণার পর থেকেই পদত্যাগের হিড়িক পড়ে যায়। যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, সজীব হোসেন এবং ফরিদ হোসেন একের পর এক পদত্যাগ করেন। এরপর ৪ ফেব্রুয়ারি সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে একের পর এক শীর্ষ নেতা সংগঠন ছাড়ায় এটি সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।