তুহিনুর রহমান তালুকদার, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৬ বছরের এক অবুঝ শিশুকে জঙ্গলে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধর্ষণ করেছে দুই কিশোর। মেয়েটির আর্তচিৎকারেও মন গলেনি এই জানোয়ারদের! ঘটনা জানার পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশুটির বাবার।
ঘটনাটি ঘটে গত রবিবার (৯ মার্চ) বিকেলে বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশায়। ধর্ষণের শিকার শিশুটির নানী মিনারা বেগম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই নরপিশাচ নোফায়েল মিয়া (১৭) ও শামীম মিয়াকে (১৫) গ্রেপ্তার করে। তারা বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশা বন-বথুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শিশুটি বাড়ির সামনে খেলছিল। এই সুযোগে ঘৃণ্য নোফায়েল ও শামীম তাকে ১০ টাকার লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। শিশুটি কাঁদতে কাঁদতে চিৎকার করলেও দানবীয় নরপশুরা নির্মমভাবে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছে নিষ্পাপ শিশুটি।
এদিকে, মেয়ের উপর এমন ভয়ংকর নির্মমতা সহ্য করতে পারেননি বাবা দুলাল মিয়া (৫০)। ঘটনার খবর শোনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড মানসিক আঘাত সইতে না পেরে সোমবার সকাল ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানিয়েছেন, দুই ধর্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।