
এম, ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতি ইউনিয়ন পরিষদে ৩৪টি মসজিদের মোয়াজ্জিন ও ৪টি পূজা মন্দিরের প্রহরীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৯ মার্চ (রবিবার) বেলা ১১টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউপি সচিব তাসলিমা আক্তার, উদ্যোক্তা নাজমা খাতুন, মণিরামপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, ভোজগাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান পাপ্পু, শরিফুল ইসলাম, দফাদার মালেক হোসেন, গ্রাম পুলিশ আবুল হোসেন, রুহুল আমিন, কবির হোসেন, খাদিজা খাতুনসহ আরও অনেকে।
বিতরণ কার্যক্রমে ইউপি সচিব তাসলিমা আক্তার বলেন, “ভোজগাতি ইউনিয়নের ৩৪টি মসজিদের মোয়াজ্জিন এবং ৪টি পূজা মন্দিরের প্রহরীদের মাঝে মোট ৩৮টি কম্বল বিতরণ করা হয়েছে।”
এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা দেখা গেছে।